Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
খলিসাখালী মাধ্যমিক বিদ্যালয়
বিস্তারিত

১৯৭০ সালে পটুযাখালী সদর উপজেলার ০২ নং বদরপুর ইউনিয়নের খলিসাখালী  গ্রামে মনোরম পরিবেশে খলিসাখালী বিদ্যালয় টি স্থপিত হয়। উপজেলা শহর থেকে ০৩ কিঃ মিঃ উত্তরে হকতুল্লাহ গ্রাম এর পশ্চমে (পটুয়াখালী বিমান বন্ধর । বিদ্যালয়টিতে একটি দ্বিতীয় ভবনসহ একটি পাকা ভবন,মোট ১৬ টি কক্ষ রয়েছে যার ১২ টি শ্রেনী কক্ষ, ১টি কম্পিউটার কক্ষ, ০১টি ছাত্রী মিলনায়তন, ০১টি বিজ্ঞানাগার কক্ষ, শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকে এর কক্ষ রয়েছে । বিদ্যালয়ের সামনে ০১টি খেলার মাঠ রয়েছে। সব মিলিয়ে ০২ নং বরপুর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী স্কুল।