বদরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড হকতুল্লাহ গ্রামেরহকতুল্লাহ বাজারের দক্ষিন পাশে অত্র অফিসটি ৩০সতাংশ জমির উপর অবস্থিত।
পরিবার পরিকল্পনার সকল পদ্ধতি ভিত্তিক সেবা,
গভর্কালীন সেবা, প্রসব সেবা, প্রসবোত্তর সেবা, এমআর সেবা,
০-৫ বৎসরের নীচের শিশুর সেবা, কিশোর-কিশোরী সেবা,
সাধারণ রোগী সেবা, ইপিআই সেবা।
পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক যেকোন পরামর্শ দান।
কিভাবে পাবেন :
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রঃ(ইউনিয়নপর্যায়)
(খ) পরিবার পরিকল্পনা সেবাঃ(বিনামূল্যে প্রদত্ত সেবা)
পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ সেবা
(গ) সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত পরিবার পরিকল্পনা সেবা
(ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকে
(ঙ) অন্যান্যসেবা(বিনামূল্যে প্রদত্ত)
(চ) প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরণ(রেফার)
(ছ) এছাড়া মাদারবুনিয়া ও মরিচবুনিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা ডেলিভারী কার্যক্রম চলমান আছে
সিএসবিএ কর্তৃক প্রদত্ত সেবা(বিনামূল্যে প্রদত্ত সেবা)
মাঠ পর্যায়ে পরিবার কল্যাণ সহকারী কর্তৃক প্রদত্ত সেবা
মাঠ পর্যায়ে পরিবার কল্যাণ সহকারী কর্তৃক বাড়ী পরিদর্শন এর মাধ্যমে সকল প্রকার পরিবার পরিকল্পনা অস্থায়ী পদ্ধতি ভিত্তিক সেবা (যেমন খাবার বড়ি, কনডম ও জন্মনিরোধক ইনজেকশনের ২য় ডোজ বিতরন।) ইহা ছাড়াও পরিবার কল্যাণ সহকারীগন পরিবার পরিকল্পনা (স্থায়ী ও অস্থায়ী পদ্ধতি সহ) এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা সম্পর্কে বাড়ী পরিদর্শন এর মাধ্যমে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করেন।
ছবি | নাম | মোবাইল |
---|---|---|
![]() |
মুঃ নজরুল ইসলাম | ০১৭১৮৫৯০০৩৮ |
ছবি | নাম | মোবাইল |
---|
ছবি | নাম | মোবাইল |
---|
বদরপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা কল্যান কেন্দ্রে কিছু প্রকল্প চালু আছে। মাতৃ মৃত্যু রোধ, জন্ম নিয়ন্ত্রন পদ্ধতির বিভিন্ন ধারা অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলমান।
বদরপুর ইউপি