পটুয়াখালী জেলার সদর উপজেলাধীন বদরপুর ইউনিয়নের পটুয়াখালী-লাউকাঠি সেতুর উত্তর পাড়ে খলিশাখালীতে এ পুরাতন বিমান বন্দরটি অবস্থিত।এটি বর্তমা্নে নৌবাহিনীর কনটেন্টজেন্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে। এখানে বিভিন্ন হেলিকপ্টার অবতারন করে। বিভিন্ন দূর্যোগে অতি দ্রূত সাহায্য আকাশ পথে পৌছানোর জন্য পটুয়াখালীর বিমান বন্দরটি ব্যবহার করা হয়। সিডরের মত দূর্যোগে এ বিমান বন্দরটি গুরুত্বপূর্ন ভুমিকা রেখেছে। বিমান বন্দরটি একটি মনোরম পরিবেশে অবস্থিত। বন্দরটির পশ্চিম পাশে একটি লম্বা লেক রয়েছে।লেকের পাড়দিয়ে ঢাকা কুয়াকাটা মহা সড়ক এবং দক্ষিন পাশে পটুয়াখালীর লোহালিয়া নদী।উত্তর এবং পূর্ব দিকটি সম্পূর্ন খোলা।বর্তমানে পটুয়াখালীর পায়রা ৩য় সমুদ্র বন্দর স্থাপিত হওয়ায় পুরাতন এ বিমান বন্দরটি গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস